বগুড়ায় দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফাহিম হোসেন (১৬) নামের এক স্কুলছাত্রকে হত্যা করেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের কলোনি এলাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই ঘটনা ঘটে।
নিহত ফাহিম হোসেন বগুড়া শহরের ফয়জুল্লাহ উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। সে শহরের চকফরিদ কলোনি এলাকার মোহাম্মদ ফরহাদ হোসেনের ছেলে।
জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে শহরের কলোনি এলাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অবস্থান করছিল ফাহিম হোসেন। এ সময় ৩/৪ জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানকা কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুন্দীন বলেন, শহরের কলোনি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ফাহিম নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও আসামিদের গ্রেফতার পুলিশে একধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।