বগুড়ায় পুলিশের ওপর হাত বোমা নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। সারাদেশে ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে বগুড়ায় পুলিশের ওপর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের কানছগাড়ি মোড়ে এ ঘটনাটি ঘটে। এই ঘটনায় কোন পুলিশ সদস্য আহত হয়নি।
স্থানীয়রা জানান, বগুড়া শহরের সাতমাথা-বনানী সড়কের কানছগাড়ি মোড়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে সড়কে তারা টায়ার জ্বালিয়ে ও রোড ডিভাইডার সড়কে ফেলে বিক্ষোভ মিছিল করতে থাকে। সেখানে খবর পেয়ে পুলিশ আসলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ টায়ারের আগুন নিভিয়ে যানচলাচল স্বাভাবিক করে।
এছাড়াও একই সময়ে শহরের নামাজগড়ে বগুড়া পৌর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমানের নেতৃত্ব ঝটিকা মিছিল বের করা হয়। এদিকে সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার নেতৃত্বে হরতালের সথর্মনে শহরের বটতলা এবং পিটিআই মোড়ে মিছিল বের করা হয়। মিছিলে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেয়।