বগুড়ায় বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। বর্তমানে ভুক্তভোগী কিশোরী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে শহরের একটি আবাসিক হোটেলে। অভিযুক্ত কিশোর বগুড়া সদরের নামুজা গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, স্কুলে যাওয়ার কথা বলে গতকাল সকালে বাসা থেকে বের হয় কিশোরীটি। পরে মোবাইল ফোনে পরিচিত হওয়া এক বন্ধুর সঙ্গে একটি ইকো পার্কে ঘুরতে যায়। সেখান থেকে নানা প্রলোভন দিখিয়ে তাকে শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে যায় অভিযুক্ত কিশোর এবং সেখানে ভুক্তভোগী কিশোরীকে ধর্ষণ করে।
এরপর বিকেলে বাড়ি ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অভিযুক্ত কিশোর সেখান থেকে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা ওই কিশোরীকে উদ্ধার করে পরিবারের কাছে খবর দেন। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনউদ্দিন বলেন, “ভুক্তভোগী কিশোরী বর্তমানে আশঙ্কামুক্ত। ঘটনার তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।”