বগুড়ার সারিয়াকান্দিতে নিজ বাড়ির গেইটের সামনে থেকে সজীব মিয়া (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৩ জুলাই) সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের তালতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সজীব তালতলা এলাকার শরিফ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সজীব ছাইহাটা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তবে এক বিষয়ে অকৃতকার্য হয়। এরপর থেকেই নেশার সঙ্গে জড়িয়ে পড়েন। শনিবার রাতে সজীবকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। নেশার ঘোরেই রাস্তায় বেরিয়ে ছিলেন তিনি। সজীব দুই ভাইয়ের মধ্যে ছোট। তার বড় ভাই ২০১৯ সালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মা মিষ্টি খাতুন ২০১২ সালে মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন সজীব। তবে ভোরে নামাজ পড়তে বের হয়ে বাড়ির প্রবেশপথে ছেলের মরদেহ পড়ে থাকতে দেখেন তার বাবা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, “সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।