বগুড়ার ধুনট উপজেলায় বৈদ্যুতিক মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাফিস শেখ (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বড়বিলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাফিস শেখ স্থানীয় গোসাইবাড়ি ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বড়বিলা গ্রামের বাসিন্দা মামুন শেখের ছেলে।
জানা গেছে, গতকাল সন্ধ্যায় নাফিস গোসল করার জন্য গোসলখানায় যান। এ সময় বৈদ্যুতিক পানির মোটর চালু করতে গিয়ে সেটির সুইচ নষ্ট দেখতে পান। পরে তিনি নিজেই সেটি মেরামতের চেষ্টা করেন। তবে সুইচ অন করার সময় মবিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
ঘটনাটি দেখে নাফিসের মা চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোলায়মান।