বগুড়ার গাবতলীতে আন্তঃনগর সকল ধরনের কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন থামিয়ে রেললাইন অবরোধ করেছে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলরা সুখানপুকুর রেল স্টেশনের দোলনচাঁপা নামের একটি আন্তঃনগর ট্রেন থামিয়ে রেললাইন অবরোধ করেন তারা। এতে প্রায় আধাঘন্টা ধরে সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে অবরোধ তুলে নিয়ে ট্রেনটি ছেড়ে দেয় বিক্ষোভকারীরা ।
জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে সুখানপুকুর রেলওয়ে স্টেশনে সকল কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে রেললাইন অবরোধ করে এলাকাবাসী ও স্থানীয়রা। এ সময় সান্তাহার থেকে লালমনিরহাটগামী দোলনচাঁপা নামের কমিউটার ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় অবরোধকারীরা ট্রেনটিকে আটকে দেয়।
অবরোধকারী জনতারা জানান, সুখানপুকুর রেলস্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে প্রায় বছর খানেক ধরে কমিউটার ট্রেনের যাত্রা বিরতির জন্য আমরা দফায় দফায় দাবি জানিয়ে আসছি। তবে কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। সুখানপুকুর রেল স্টেশনে কমিউটার ট্রেনের যাত্রাবিরতির জন্য আমরা রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মন্ত্রণালয়ে দাবি জানাচ্ছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবির প্রতি ন্যায়বিচার করছে না। তাই স্থানীয়রা ঐক্যবদ্ধভাবে রেলপথ অবরোধ করছেন। আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে গুরুত্ব দেবেন।
বগুড়ার গাবতলীতে ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ বিষয়টি নিশ্চিত করে, সুখানপুকুর রেলওয়ে স্টেশন মাস্টার আরাফাত হোসেন জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে এলাকাবাসীরা সুখানপুকুর স্টেশন চত্বরে আন্তঃনগর ট্রেন থামিয়ে অবরোধ শুরু করেন। এ সময় অবরোধকারী সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানান। পরে আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। পরে তারা অবরোধ তুলে নিলে দুপুর দুপুর ১টার দিকে ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।