বগুড়ার শেরপুরের মির্জাপুর ইউনিয়নের মাকোরখোলা গ্রামে অবৈধভাবে মাটি কাটার ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত এস্কভেটরের দুটি ব্যাটারি জব্দ করা হয়।
![](https://onnetion.com/storage/2025/02/বগুড়ার-শেরপুরে-অবৈধ-মাটি-খননে-মামলা-1-1024x686.jpg)
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) রাত ১১ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে শেরপুর থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে প্রায় ২৫ ফুট গভীর খননকৃত অংশ দেখা যায়। তবে অভিযুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, রাজবাড়ি গ্রামের মো. হাফিজার রহমান (৪৬) এই অবৈধ মাটি খননের কাজ পরিচালনা করছিলেন। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম বলেন, “অবৈধভাবে মাটি কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”