রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

পরিবারের দাবি হাত্যাকান্ড

বগুড়ার শেরপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ জুন) সকালে উপজেলার খানপুর ইউনিয়নের উত্তর গজারিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে হাত্যা করা হয়েছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।

মৃত ব্যক্তির নাম আশরাফ মুকুল সরকার (৫২)। তিনি উত্তর গজারিয়া গ্রামের সামসুল হক সরকারের ছেলে।

আশরাফের স্ত্রী হোসনে আরা বেগম বলেন, অজ্ঞাত একজনের ফোন পেয়ে শুক্রবার (১৪ জুন) রাত ৯টার দিকে তার স্বামী বাড়িতে থেকে বেড় হন। রাতের খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। ভোরে তিনি লক্ষ্য করেন তার স্বামী তখনও বাসায় ফেরেনি।

আশরাফের বড় ভাই রবিউল করিম চাঁন (৬৩) বলেন, সকালে ভাইয়ের বাড়িতে না ফেরার সংবাদ পেয়ে তিনি খুঁজতে বেড় হন। এরপর বাড়ির পাশেই এক দোকানের পিছনে বাঁশঝাড়ে তার লাশ দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি নিয়ে যায়।

এই মৃত্যুকে হত্যাকন্ড বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। তাদের ধারনা অজ্ঞাত ব্যক্তিরা আশরাফকে হত্যা করে বাঁশ ঝাড়ে ফেলে রেখেছে।

নিহতের ভাতিজি মৌসুমি আক্তার (৩০) বলেন, আমার চাচা একজন সুস্থ্য মানুষ। হঠাৎ করে তিনি ওখানে মরে পড়ে থাকতে পারেন না। তার গলা, ঘার, হাতসহ শরিরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। নাক ও কান দিয়েও রক্ত ঝড়তে দেখা গেছে। এছাড়া তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও জুতাও পাওয়া যাচ্ছে না। তাই এটা স্বাভাবিক মৃত্যু হতে পারে না।

বগুড়ার শেরপুরে এক ব্যক্তির লাশ উদ্ধারের বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মেডিকেল প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত বলা যাচ্ছে না। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিয়ে করলেন অভিনেতা শামীম হাসান, কনে কে?

জনপ্রিয় টেলিভিশন অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর শামীম হাসান সরকার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। শুক্রবার (৪ এপ্রিল) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় নিজের বাসায় পারিবারিক...

জনপ্রিয়

অপরাধ

শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত হলেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘মিত্র বিভূষণ’ পদকে ভূষিত করেছে দেশটির সরকার। দুই দেশের মধ্যে দৃঢ় ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে...

বাংলাদেশের হিন্দুরা এ রাষ্ট্রের আমানত: ব্যারিস্টার ফুয়াদ

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এ রাষ্ট্রের একটি পবিত্র আমানত। অন্য দেশের ঘটনার দায় বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর চাপিয়ে...

শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত হলেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘মিত্র বিভূষণ’ পদকে ভূষিত করেছে দেশটির সরকার। দুই দেশের মধ্যে...

বাংলাদেশের হিন্দুরা এ রাষ্ট্রের আমানত: ব্যারিস্টার ফুয়াদ

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এ রাষ্ট্রের একটি পবিত্র আমানত। অন্য দেশের...

রাতেই ঢাকাসহ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আজ রাতেই ঢাকাসহ দেশের ৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায়...

বাগমারায় ছুরিকাঘাতে যুবক খুন, উত্তেজিত জনতার পিটুনিতে অভিযুক্ত নিহত

রাজশাহীর বাগমারায় চায়ের দোকানে ঢুকে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার...