বগুড়ার শেরপুর থেকে চুরি যাওয়া একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। ট্রাকটিতে থাকা প্রায় ১৩ লাখ টাকার মাছের খাদ্য (ফিড) এখনও উদ্ধার করা যায়নি, তবে তা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সুখানগাড়ী গ্রামের মৃত শাহজামাল মন্ডলের ছেলে মোঃ ফারুক (৪৫), খন্দকারটোলা গ্রামের মোঃ আব্দুস সাত্তারের ছেলে মোঃ হাশেম আলী ওরফে বাবু (৪৪) এবং বিল চাকলা গ্রামের মৃত ইদ্রিস আলী খন্দকারের ছেলে মোঃ আবু বক্কার সিদ্দিক (৪২)।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৯ এপ্রিল ভোরে ট্রাকটি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কাথম এলাকা থেকে মেসার্স খুকুমুনি ট্রেডার্সের মাধ্যমে ১৪ টন মাছের খাদ্য লোড করে শেরপুরে আসে। চালক হাশেম আলী ও হেলপার আবু বক্কার সিদ্দিক পরিকল্পিতভাবে ট্রাকসহ খাদ্য নিয়ে গা ঢাকা দেন। তাদের খুঁজে না পেয়ে ট্রাকের এক মালিক মোঃ সাদেকুল ইসলাম সাদেক ১ মে রাতে শেরপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোঃ আনোয়ার হোসেন জানান, তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে শনিবার (৩ মে) দুপুর ২টায় অভিযান চালিয়ে শেরপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে তিন আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টায় নওগাঁ জেলার আত্রাই থানাধীন সোনাডাঙ্গা মহিলা কলেজের পাশে একটি পরিত্যক্ত স্থান থেকে চুরি যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়। তবে ট্রাকে থাকা মাছের খাদ্য ইতোমধ্যে অন্যত্র বিক্রি করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃতদের রোববার আদালতে সোপর্দ করা হয়েছে। চুরিকৃত ফিড উদ্ধারের অভিযান অব্যাহত আছে।