বগুড়ার শেরপুরে নববধূ সুবর্ণা আক্তার (১৮) গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের প্রফেসর পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দেড় মাস আগে শাজাহানপুর উপজেলার জামুন্না (বগুড়া পাড়া) গ্রামের মো. শরিফ উদ্দিনের মেয়ে সুবর্ণা আক্তারের সঙ্গে শেরপুর শহরের প্রফেসর পাড়ার মো. বিশার ছেলে মো. তরিকুল ইসলামের বিয়ে হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, দাম্পত্য জীবনে কোনো বিরোধ ছিল না। তবে ঘটনার দিন সন্ধ্যায় সুবর্ণা তার স্বামী তরিকুলকে বেড়াতে যাওয়ার অনুরোধ করেন। স্বামী রাজি না হওয়ায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরই সুবর্ণা ঘরের বারান্দার তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় নববধূর বাবা শরিফ উদ্দিন শেরপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে”।