বগুড়ার শেরপুরে বিএনপির একজন কর্মীকে আটক করা হয়েছে। বগুড়ার শেরপুরে পুলিশের অভিযানে বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির কর্মী বাবু শেখকে (৩০) আটক করেছে পুলিশ।
তার বাড়ি একই ইউনিয়নের ফাসিতলা গ্রামে। সোমবার (১৩ নভেম্বর) শেরপুর পৌর সাবরেজিস্ট্রি অফিস মোড় থেকে বেলা ১২ টায় তাকে আটক করে থানা পুলিশ। আটকের পরে তাকে কোর্টের মাধ্যমে বগুড়ার কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারের বিষয়ে শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম জানান, বাবু শেখ তাঁর বাড়ির দৈনন্দিন বাজার করতে এসেছিল সাবরেজিস্ট্রি মোড়ের বাজারে। পুলিশ সেখানেই তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো: সাঈফ আহমেদ বলেন, ২০২২ সালের (১৭ নভেম্বর) একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে বাবু শেখকে আটক করা হয়েছে। আজ সোমবার (১৩ নভেম্বর) তাকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।