বগুড়ার শেরপুরে শেষ হলো ৬৪ প্রহরব্যাপী শ্রী শ্রী রাধা কৃষ্ণের লীলা যজ্ঞানুষ্ঠান । রবিবার সকালে নগর প্ররিক্রমার মধ্য দিয়ে শেষ হয়েছে শ্রী শ্রী রাধা কৃষ্ণের লীলা যজ্ঞানুষ্ঠান। শ্রী শ্রী রাধারানীর জন্মাষ্টমী উপলক্ষে প্রতিবছর শেরপুর পৌর শহরের সান্যাল পাড়া এলাকায় শ্রী শ্রী কালাচাঁদ মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রী শ্রী গোবিন্দ কাঙ্গাল ভক্তবৃন্দের আয়োজনে রাধা কৃষ্ণের লীলা যজ্ঞানুষ্ঠানের এবার ৩৩ তম অধিবেশন পালিত হলো।
রোববার (০১ অক্টোবর) ভোর সারে ৫ টায় হাজারো ভক্তের অংশগ্রহনে হরিনাম সংকীর্তণ শেরপুর পৌর শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। গত শনিবার (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া রাধা কৃষ্ণের লীলা যজ্ঞানুষ্ঠান ৬৪ প্রহরের শেষপ্রহরে নগর কীর্তণে মেতে উঠে ভক্তরা। এ সময় দেবতাদের মহিমা বর্ণনা ও গুণগাণের মধ্য দিয়ে তিন ঘন্টা ব্যাপী নগর প্ররিক্রমা অনুষ্ঠিত হয়।
বর্নাঢ্য শোভাযাত্রায় আকর্ষণীয় ভাবে বাচ্চাদের মধ্যে থেকে রাধা-কৃষ্ণ, গৌর-নিতাই সাজিয়ে নগর পরিক্রমায় কীর্তনে মেতে ওঠেন ভক্তরা।
নগর পরিক্রমায় অংশ গ্রহন করেন, শেরপুর পৌরসভার সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, শেরপুর পৌরসভার কাউন্সিলর চন্দন কুমার দাস রিংকু, শেরপুর উপজেলা পূজা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু, আয়োজক কমিটির সভাপতি রনজিৎ কৈরী, সাবেক কাউন্সিলর তাপস মালাকার, বিদ্যুৎ কুন্ডু, নিতাই কুন্ডু, গোপাল সাহা প্রমুখ।
এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো নারী-পুরুষ ভক্তবৃন্দগণদের অংশগ্রহনে ঢাক, ঢোল, মাদল বাজিয়ে শহর প্রদক্ষিণের মাধমে উৎসবের সমাপ্তি হয়।