নোয়াখালীর সেনাইমুড়ীতে বন্যার পানিতে আটকা পড়া গর্ভবতী এক নারীকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। বন্যার পানিতে কয়েকদিন অসুস্থ ছিলেন গর্ভবতী ওই নারী। বিষয়টি নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কর্নেল আশরাফ উদ্দিন।
শনিবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সোনাপুর রেলস্টেশন এলাকা থেকে গর্ভবতী মুক্তা বেগমকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
গর্ভবতী নারীর স্বামী শাকিল আহমেদ বলেন, আমার স্ত্রী ৫ মাসের গর্ভবতী। তিনি বন্যার পানিতে আটকা পড়ে ঠান্ডায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কোনো উপায় না পেয়ে সেনাবাহিনীর নোয়াখালী ক্যাম্পে ফোন দিলে তারা দ্রুত তাকে উদ্ধার করেছে। আমি বাংলদেশ সেনা সদস্যদের কাছে কৃতজ্ঞ।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল আশরাফ উদ্দিন জানান, পানিবন্দি পরিবার থেকে একটি জরুরি ফোন পেয়ে দ্রুত নিজস্ব অ্যাম্বুলেন্স পাঠিয়ে গর্ভবতী ওই নারীকে উদ্ধার করা হয়। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।