সমুদ্রে ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলাকালে ইলিশের হাহাকার চারদিকে। এই সময়ের মধ্যেই বরগুনার পাথরঘাটায় ধরা পড়েছে এক বিশাল আকারের ইলিশ—যার দাম শুনে চোখ কপালে উঠবে অনেকের। ২ কেজি ৪৪০ গ্রাম ওজনের এই ইলিশ খুচরা দরে ১৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি করা হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে এই ‘রাজা ইলিশ’ প্রতি মণ দাম পড়েছে ২ লাখ ২০ হাজার টাকা।
মাছটি ধরা পড়ে ভোররাতে বলেশ্বর নদীর মোহনায়। এটি একটি স্থানীয় জেলের জালে উঠে আসে, যিনি পরবর্তীতে মাছটি নিয়ে আসেন আড়তদার মোস্তফা আলমের মালিকানাধীন ‘ফিসিং অ্যান্ড মার্চেন্ট’ আড়তে। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে ইলিশটি কিনে নেন পাইকার হানিফ মিয়া।
হানিফ মিয়া বলেন, “বলেশ্বর নদীর ইলিশ বরাবরই স্বাদের জন্য বিখ্যাত। এর রূপালি আভা, টাটকা গন্ধ আর মোলায়েম স্বাদ একে আলাদা করে তোলে। ঢাকায় পাঠিয়ে ভালো দামে বিক্রি করব আশা করছি।”
বর্তমানে সমুদ্রে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা চলছে, যার ফলে বাজারে বড় ইলিশের সরবরাহ কমে গেছে। এই অভাবেই এত উচ্চ দামে বিক্রি হচ্ছে বড় আকৃতির মাছ।
পাথরঘাটায় ধরা পড়া এই বিশাল ইলিশ যেন সামুদ্রিক রাজত্বে একচ্ছত্র আধিপত্যের প্রতীক—এক নজরে দেখলেই বোঝা যায় কেন একে বলা হচ্ছে ‘রাজা ইলিশ’।