জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছি। আশা করছি এবারের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ইউএনডিপির প্রতিনিধি স্টেফান লিলার বলেন, আমরা নির্বাচন কমিশনকে (ইসি) অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা করছি, আশা করছি এটা বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে। এক্ষেত্রে নির্বাচনের সময়সীমা নিয়ে সরকার ও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে আমাদের কিছু করার নেই। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনও চ্যালেঞ্জ দেখছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা নিয়ে মন্তব্য করা আমার বিষয় না।