রাজধানীর কারওয়ান বাজারে পেঁয়াজের সরবরাহ কম থাকায় সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম বেড়েছে আরও এক ধাপ। এবার প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।
বিক্রেতারা জানান, দেশের বাজারে আমদানি করা পেঁয়াজের পর্যাপ্ত পরিমাণ সরবরাহ আছে। বর্তমান বাজার হিসেবে পেঁয়াজের দামও তুলনামূলক কম। তবে মানুষ দেশি পেঁয়াজ কিনতে বেশি আগ্রহী। এতে করে দেশি পেঁয়াজ ও আমদানি করা পেঁয়াজের দামের মধ্যে অনেকটা পার্থক্য তৈরি হয়েছে।
বিক্রেতারা আরও জানান, কৃষকরা নিজ এলাকায় দেশি পেঁয়াজ বিক্রি করেন। ঢাকার বিভিন্ন পাইকারি ব্যবসায়ীরা সেই পেঁয়াজ কিনে রাজধানীর বাজারে আনেন। এই কারণে পেঁয়াজের দাম বেড়েছে।
তেজতুরী বাজারের একজন ক্রেতা জানান, গত সপ্তাহে দেশি পেঁয়াজ ১২০ টাকা দরে কিনেছি। সপ্তাহের ব্যবধানে সেই পেঁয়াজ প্রতি কেজি ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহে দেশের বিভিন্ন জেলার স্থানীয় বাজারে পেঁয়াজ কম পাওয়া যাচ্ছে। এই কারণে জেলা পর্যায়ে পেঁয়াজ প্রতি কেজিতে ১২ থেকে ১৫ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। গতকাল মানভেদে প্রতি কেজি ১২২ টাকা থেকে ১৩২ টাকায় বিক্রি হয়েছে। গত এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ ১০৭ টাকা থেকে ১১৭ টাকা দরে বিক্রি করা হয়।
রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ টাকা দরে। খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ ১৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে দেশি পেঁয়াজ।