কুমিল্লার মনোহরগঞ্জে বাবার কবর জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় শিপন হোসেন (৩২) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মাত্র ১৮ দিন আগে বাবাকে হারিয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে উপজেলার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বড়কাঁচি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আজ ভোরে ফজরের নামাজ শেষে শিপন তার বাবা আব্দুল খালেকের কবর জিয়ারত করতে যান। জিয়ারত শেষে তিনি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস একটি মালবাহী ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে শিপনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়।
নিহত শিপনের বাড়ি মনোহরগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামে। তিনি ছিলেন চার ভাইয়ের মধ্যে সবার ছোট। গত ২৬ জুন বাবার মৃত্যুর খবর পেয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন তিন। বাবার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ, দোয়া মাহফিল ও দান খয়রাতের আয়োজন করেছিলেন। বৃহস্পতিবার সকালে বাবার কবর জিয়ারতের মধ্য দিয়েই তার আয়োজন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সেই আয়োজনের শেষে সড়ক দুর্ঘটান তিনিও চলে গেলে না ফেরার দেশে।
বৃহস্পতিবার বাদ জোহর জানাজা শেষে শিপনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়
শিপনের বড় ভাই নাছির হোসেন জানান, “আমার বাবা ২৩ জুন মারা যান। তারপর ছোট ভাই সৌদি থেকে ছুটি নিয়ে দেশে আসে। ভাবিনি, বাবার মৃত্যুর ১৮ দিনের মাথায় তাকেও হারাতে হবে।”
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ এবং মনোহরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।”