যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মাইক্রোবাস চালক এবং ৪ জন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ঢাকাগামী গ্লোবাল পরিবহণের ১টি যাত্রীবাহী বাস ও টেকেরহাটগামী ১টি যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ড্রাইভার ও ৪ জন নারীর মৃত্যু হয় এবং আরও ৩ জন যাত্রী গুরুতর আহত হন।
নিহতদের মধ্যে ১ জনের পরিচয় শনাক্ত করা গেছে । তিনি হলেন ঢাকার পল্লবী এলাকার মোছা: সালমা জামান (৩৫)। অপর নিহতদের বয়স ৫০-৫৫ বছরের মধ্যে হবে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং আহতদের হাসপাতালে পাঠান।
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনার বিষটি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মো: নোমান এবং মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো: শফিকুল ইসলাম।