বিমানের লাইফ ভেস্টে লুকানো ছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ। ৫ কেজি ৬৮৪ গ্রাম স্বর্ণসহ দুবাইফেরত এক যাত্রীকে গ্রেপ্তার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। গ্রেপ্তারকৃত যাত্রী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোরে দুবাই থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানান, বৃহস্পতিবার (৭ডিসেম্বর) ভোরে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন মো: ফজলে রাব্বী। গোপন সংবাদের মাধ্যমে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তা ও কর্মচারীরা সন্দেহভাজন হিসেবে মো: ফজলে রাব্বীকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তিনি স্বর্ণের বার আনার বিষয়টি স্বীকার করেন ও জানান, ইউএস বাংলার বিমানের দুটি সিটের নিচে রাখা লাইফ ভেস্টে স্বর্ণের বার লুকিয়ে রাখা আছে।
ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে অভিযান চালিয়ে কালো স্কচটেপে মোড়ানো দুটি বান্ডেল উদ্ধার করা হয়। সেখানে ৪৮ পিস স্বর্ণের বার পাওয়া যায়। ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটের যাত্রীর কাছে আরও একটি স্বর্ণের পাওয়া যায়। মোট উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ ৪৯টি বার। বারগুলোর মোট ওজন ৫ কেজি ৬৮৪ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৪১ লাখ টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপপরিচালক মো: মিজানুর রহমান বলেন, স্বর্ণের বারগুলো কাস্টম হাউসের শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানায় ফৌজদারি একটি মামলা দায়ের করা হয়েছে।