বিস্কুট ও কেকের ওপর থেকে ৮ শতাংশ ভ্যাট কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই একটি সংক্রান্ত আদেশ জারি করে।
এর আগে, চলতি বছরের ৯ জানুয়ারি বিস্কুট ও কেকের ওপর ভ্যাটের হার ৫ শতাংশ থেকে ১০ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। তবে কিস্কুট ও কেকের ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশে নামিয়ে আনা হয়েছে । এর ফলে ভ্যাটের হার কিছুটা কমলেও আগের কিছুটা বাড়তিই থাকল ভ্যাটের হার ।
কেক ও বিস্কুটের মতো পণ্যে ভ্যাট বাড়ানোর পর সরকারের সমালোচনার পাশাপাশি ব্যবসায়ীদের তরফে দাবি আসে ভ্যাট কমানোর। এই নিয়ে এনবিআরের সঙ্গে দুই দফা বৈঠকও করেন ব্যবসায়ীরা। পরে বাড়তি ভ্যাট কমানোর আশ্বাস দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ব্যবসায়ীরা জানান, প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ওপর করের বোঝা চাপানো হলে দেশের শ্রমজীবী, প্রান্তিক কৃষক ও নিম্ন আয়ের মানুষ প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হবেন। খাদ্যপণ্যের ওপর শুল্ক-কর বেশি হলে দেশে আর ৫ টাকা ও ১০ টাকা দামের পণ্য তৈরি করা সম্ভব হবে না।
তারা আরও জানান, এই খাতে ৮০ শতাংশ পণ্যের দাম ২০ টাকারও কম, যা আমাদের দেশের নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত ও শ্রমজীবীরা বেশি কেনেন।