ভারতে বেড়াতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভারতবিরোধী পোস্টের দায়ে মো: আলমগীর শেখ (৩৫) নামের এক বাংলাদেশি যুবকের ভিসা বাতিল করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আহসান হাবীব।
এর আগে, রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনে পুলিশের তাকে হস্তান্তর করা হয়। বেড়াতে গিয়ে ভারত থেকে ফেরত আসা যুবক আলমগীর শেখ লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌরসভার জুম্মাপাড়া এলাকার মো: নুরু শেখের ছেলে।
জানা যায়, সেপ্টেম্বর মাসের ৩ তারিখে ট্যুরিস্ট ভিসায় বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশ করেন আলমগীর শেখ। সেখানে ঘুরতে ফেসবুকে বিভিন্ন মন্তব্য করে পোস্ট ও লাইভ করেন তিনি। এরপর তাৎক্ষণিভাতে তাকে চিহ্নিত করে ভারতীয় গোয়েন্দা বাহিনী। এরপর দীর্ঘ তদন্ত শেষে পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশনের মাধ্যমে অভিযুক্ত আলমগীর শেখের ভিসা বাতিল করা হয়।
আলমগীর শেখে ফেসবুক একাউন্ট থেকে জানা গেছে, ভারতের আগ্রার তাজমহলে ঘুরতে গিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি লিখেছেন, ১৯৭১ সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করছে, পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছেন। এবার আমরা বাংলাদেশের জনগণ মিলে ভারতকে ভাগ করতে চাই।
তিনি আরো লিখেছেন, মনিপুরের জয় হোক। পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতে হবে বলেও বলেন তিনি।
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আহসান হাবীব বলেন, ভারতের পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাংলাদেশি যুবক আলমগীর শেখের ভিসা বাতিল করে আমাদের নিকট হস্তান্তর করেছে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।