সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে স্থান পাওয়া শিক্ষার্থী ও বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংগঠনটির বঞ্চিত শিক্ষার্থী তানভীর বলেন, ছাত্র আন্দোলনে’র প্রথম সারির শিক্ষার্থীদের বাদ দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এটা সত্যি দুঃখজনক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র জেলা শাখার কমিটির আহবায়ক ইমনদ্দোজা আহমেদ জানান, নব গঠিত কমিটি নিয়ে তাদের কোনও অভিযোগ থাকলে তারা কেন্দ্র পর্যায়ে যোগাযোগ করুক। আজকে শান্তিপ্রিয় সভায় নতুন কমিটির শিক্ষার্থীদের ওপর কমিটিতে পদ বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।
সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র নতুন কমিটি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।