সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। কেজিতে ১০-১৫ টাকা কমে বর্তমানে পাইকারী বাজারে ৫০-৫৫ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারত থেকে আমদানি বৃদ্ধি হওয়ায় কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।
পেঁয়াজের দাম কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। তবে নতুন দেশি আলু আগের ৭০-৭৫ টাকা দরেই বিক্রি হচ্ছে। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে হিলি বাজার সরেজমিন ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতারা জানিয়েছেন, ভারতীয় পেঁয়াজ আমদানি অব্যাহত থাকায় খুচরা বাজারে কমতে শুরু করেছে দাম। বর্তমানে বাজারে পেঁয়াজ ৫০-৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা কম দামে কিনে কম দামেই বিক্রি করছি।
সেই সাথে বাজারে আগের থেকে ক্রেতাও অনেক বৃদ্ধি পেয়েছে। হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী শনিবার (১৩ ডিসেম্বর) ভারতীয় ২২ ট্রাকে ৬৪০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।