বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ভারত থেকে বেনাপোল বন্দরে ৪৬৮ মেট্রিক টন আলুর একটি পণ্যচালান আমদানি হয়েছে। আলু বোঝাই মালবাহী ট্রেনটি ভারতের পাঞ্জাবের জালানধার শহর থেকে আমদানি হয়ে বাংলাদেশের বেনাপোল রেল স্টেশনে পৌঁছেছে। আজ শনিবার (১৪ ডিসেম্বর) পণ্য চালানটি বেনাপোল বন্দর থেকে খালাস করা হবে।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব অফিসার মো: আবু তাহের জানিয়েছেন, একটি মালবাহী ট্রেনের রেকে ৯৪৬০ ব্যাগ আলু আমদানি করা হয়েছে। যার মোট ওজন ৪৬৮০০০ কেজি। এই পণ্য চালানের আমদানি মূল্য মোট ১০৭৬৪০ মার্কিন ডলার।
আলম এন্ড সন্সের প্রতিনিধি মো: নাজমুল আরেফিন জনি জানান, ভারত থেকে মাবাহী ট্রেনের একটি রেকে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। এই পণ্য চালানটি ছাড় করানোর জন্য শনিবার বেনাপোল কাস্টম হাউজে সব কাগজপত্র সাবমিট করা হবে।
বেনাপোল স্টেশন মো: মাস্টার সাইদুর রহমান জানিয়েছেন, কাস্টমস থেকে শুল্কজোন কার্যক্রম দ্রুত সম্পন্ন হলে বেনাপোল স্থলবন্দর ও নোয়াপাড়ায় আলু গুলো আনলোড করা হবে।