ভারতে কোটি টাকার স্বর্ণের বার পাচারের সময় মো: আল মামুন মণ্ডল (২৮) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যুবকের কোমর থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৩ লাখ টাকা।
শুক্রবার (০৮ মার্চ) বিকেলে চুয়াডাঙ্গা ৬ বিজিবি সীমান্তের সুলতানপুর এলাকার নাস্তিপুর গ্রাম থেকে এ স্বর্ণের বারসহ তাকে গ্রেফতার উদ্ধার করে। এ সময় ১টি বাইসাইকেল এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতার আল মামুন মণ্ডল দামুড়হুদা উপজেলার দর্শনা ঝাঁঝাডাঙ্গা গ্রামের মো: মুজিবর মণ্ডলের ছেলে।
ভারতে কোটি টাকার স্বর্ণের বার পাচারের বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদস্যরা সীমান্তের ৭৮/৮ নম্বর মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় দর্শনা থেকে বাইসাইকেলে ওই যুবক সীমান্তের নাস্তিপুর এলাকার দিকে যাচ্ছিলো।
বিজিবি টহল দল ওই যুবককে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেন। কিন্তু বিজিবি টহল দলকে দেখে বাইসাইকেল থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। এ সময় ওই যুবকের কোমরে স্কচটেপ দিয়ে পেচানো অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
ওই স্বর্ণের ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৩ লাখ টাকা। এ ঘটনায় আটক আল মামুনের বিরুদ্ধে দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়। উদ্ধার স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।