ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ কলকাতা থেকে উদ্ধা করা হয়েছে। বুধবার (২২ মে) কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেন এলাকা থেকে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। এর আগে, চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন তিনি।
জানা গেছে গত (১২ মে) দুপুর ২টার দিকে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এমপি আনোয়ারুল আজিম আনার। নদীয়া সীমান্ত অতিক্রম করার পর সন্ধ্যার দিকে কলকাতার ব্যারাকপুর কমিশনারেট এলাকার বরাহনগর থানার ১৭/৩ মন্ডলপাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে পৌঁছান তিনি।
সোমবার (১৩ মে) দুপুর ১টার দিকে ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। বাড়ি থেকে কিছুটা হেঁটে বিধানপার্ক কলকাতা পাবলিক স্কুলের সামনে গিয়ে একটি গাড়িতে উঠেন এমপি আনার। এসময় তিনি হাস্যোজ্জ্বল ছিলেন। সেই দৃশ্য দেখেছেন বন্ধু গোপাল বিশ্বাসের পরিচিত শুভজিৎ মান্না।
এদিন সন্ধ্যায় গোপাল বিশ্বাসের মোবাইলের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ আসে, তিনি (এমপি আনার) রাতে আর বাড়ি ফিরছেন না, দিল্লি যাচ্ছেন। এ সময় যাতে তাকে আর কেউ ফোন না করা হয়। তিনি দিল্লি পৌঁছে নিজেই ফোন করবেন। এমনটা ওই মেসেজে লেখা ছিল। এরপর এমপি আনারকে আর ফোনে পাওয়া যায়নি।
তিন দিন পর গত (১৫ মে) সকাল সোয়া ১১টার দিকে তিনি শেষ মেসেজ করে জানান, দিল্লি পৌঁছে গেছেন। তার সঙ্গে ভিআইপিরা আছেন। শুক্রবার (১৮ মে) কলকাতার বরাহনগর থানায় লিখিত মিসিং ডায়েরিতে এসব তথ্য উল্লেখ করেন ভারতে (এমপি’র) বন্ধু গোপাল বিশ্বাস।