ময়মনসিংহের ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী নাঈম সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নাঈম সরকার একজন কুখ্যাত সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত। আগের সরকারের ছত্রছায়ার উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মো: নিপুনের সহযোগী হিসেবে তার ক্ষমতা ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম কররেছিলেন বলে জনা যায়।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় নাঈম সরকার এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, অস্ত্র প্রদর্শন, ভূমি দখল ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে সঙ্গে জড়িত ছিল। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নাঈম সরকার ও তার দোসররা এলাকায় আত্মগোপনে রয়েছে। নাঈমের বাবা জাফর সরকার এলাকায় ভূমিদস্যু ও মাফিয়া হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে এবং দীর্ঘদিন ধরে পলাতক থাকায় পুলিশের ধরা ছোয়ার বাইরে ছিল। আসামি নাঈম গতকাল তার ভাগ্নির বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভালুকা চেয়ারম্যান বাড়িতে আসেন। এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নাঈম সরকারকে স্কয়ার মাস্টারবাড়ি হতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে রাতেই ভালুকা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।