৫২’র ভাষা আন্দোলনের শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ৫২’র ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। এসব শহীদদের নিয়ে রাজনীতি করা হলেও তাদের পরিবারকে মূল্যায়ন করা হয়নি। বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল এই দায় তাদের।
তিনি বলেন, ৭১-এ যারা শহীদ হয়েছে তাদের ১৬ই ডিসেম্বর ও ২৬-এ মার্চ এই জাতি মোটামুটি স্মরণ করে। রাষ্ট্র তাদের কতটা মর্যাদা দিতে পারে, তা আলোচনার বিষয়।
জামায়াতের আমির বলেন, অনুরূপভাবে যারা ভাষা আন্দোলনের জন্য জীবন দিয়েছেন অন্তত ২১’শে ফেব্রুয়ারি সেই দিনটির কথা স্মরণ করুন, তাদের পরিবারকে বুকে টানুন এবং তাদের সম্মান জানান। তাহলে তারা কিছুটা হলেও প্রশান্তি পাবেন। আর বর্তমান প্রজন্ম এখান থেকে শিক্ষা নেবে।
ভাষা আন্দোলনে তমুদ্দিন মজলিশ, জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমসহ সংশ্লিষ্ট সবার অবদান সরকারিভাবে সামনে আনার জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান জামায়াত আমির।