ময়মনসিংহ নগরীতে সৎ ছেলের বেল্টের আঘাতে মো: জুলকাস উদ্দিন (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনার পর থেকে ছেলে মো: ফয়সাল আহমেদ (২৫) পলাতক রয়েছে। শনিবার (৩০ মার্চ) সকাল ১০ টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো: জুলকাস উদ্দিন নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া এলাকার মো: ফয়জুদ্দিনের ছেলে। জুলকাস দ্বিতীয় বিয়ে করার পর থেকে কালিবাড়িতে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে খোরশেদা বেগমের ছোট ছেলে মায়ের কাছ থেকে বাবার বেতনের ৭০ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা দাবি করেন। ওই টাকা না দিলে মারধর করার হুমকি দেয়। তখন তার বাবা জুলকাস ঘর থেকে বের হয়ে বলে তোর মাকে না মেরে পারলে আমাকে মার। তখন সৎ ছেলে ফয়সাল কোমরের বেল্ট দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। আঘাত কানের উপরে লাগে। পরে জুলকাস হেঁটে কয়েকগজ যেতেই মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্য হয়।
ময়মনসিংহ নগরীতে ছেলের বেল্টের আঘাতে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াসিম কুমার জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাবা ও ছেলে দু’জনই মাদকাসক্ত ছিল। ছেলে ফয়সালের নামে আগের আরও ২টি মামলা রয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।