ময়মনসিংহের ভালুকায় নিজ বাসা থেকে গলা কাটা অবস্থায় এক নারী ও তার দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ভালুকা পৌর এলাকার একটি বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন,ময়না খাতুন, তার মেয়ে রাইসা আক্তার (৪) ও ছেলে মো. নিরব (২)। ময়না ওই এলাকার মো. রফিকুল ইসলামের স্ত্রী।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, গত রাতের কোনো এক সময় কিংবা সোমবার ভোরে তাদের গলা কেটে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানানো হবে।