মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ভূমি উপ-সহকারী কর্মকর্তা নিহত হয়েছেন। মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেলর ধাক্কায় গুরুতর আহত ইউনিয়ন (ভূমি) উপ-সহকারী কর্মকর্তা মো: রফিকুল ইসলাম (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি ছয়দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত ১১টার দিকে রাজধনাীর আগারগাঁও নিওরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত মো: রফিকুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার নয়াকান্দি বাজিতপুর এলাকার মো: রউফ বেপারীর ছেলে ও উপজেলার ইশিবপুর ইউনিয়ন (ভূমি) উপ-সহকারী কর্মকর্তা ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জা নাগেছে, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন (ভূমি) উপ-সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম নির্বাচনী প্রস্তুতি সভায় যোগ দিতে মোটরসাইকেলযোগে রাজৈর উপজেলা ভূমি অফিসে আসার পথে ঢাকা-বরিশাল মহাসড়ক এলাকায় মাদারীপুরগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে রফিকুল ইসলাম ছিটঁকে রাস্তার ওপর পড়ে যায়। পরেস্থানীয়রা উদ্ধার করে তাকে রাজধানীর আগারগাঁও নিওরো সাইন্স হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে হাসপাতালে ৬ দিন পর মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মাদারীপুরে সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার।