বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, কেউ মামলা করতে এলে পুলিশের পক্ষে তাৎক্ষণিকভাবে তার সত্য-মিথ্যা যাচাই করার সুযোগ নেই। বর্তমানে বাদীরা নিজেরাই মামলা লিখে আনেন এবং পুলিশ তা রুজু করতে বাধ্য হয়। “পরে তদন্তের মাধ্যমে যাচাই করা হয় অভিযোগ কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। সত্য প্রমাণিত অংশ আদালতে পাঠানো হয়।”
সোমবার (২৮ এপ্রিল) পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অন্যায্য আবদার কমানোর আহ্বান জানিয়ে বাহারুল আলম বলেন, “অনেক সময় আমাদের বলা হয়, অমুককে বন্দি করুন, অমুককে ছেড়ে দিন, বা অমুককে পদক দিন—এ ধরনের চাপও আসে।”
সংবাদ সম্মেলনে মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানির অভিযোগ প্রসঙ্গে আইজিপি বলেন, “মামলা মিথ্যা হয় না, তবে আসামির সংখ্যা অযথা বাড়ানো হয়। এটা রোধে আমাদের আইনি সীমাবদ্ধতা রয়েছে।”
তিনি জানান, বিশেষ করে ৫ আগস্টের পর থেকে দেখা গেছে, অপরাধে জড়িত পাঁচ থেকে দশজন হলেও, কোনো কোনো ক্ষেত্রে হয়রানি ও অর্থ আদায়ের উদ্দেশ্যে ৩০০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়।
তিনি আরও জানান, পুশিস সদস্যদের “ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে, হয়রানিমূলকভাবে যেন কাউকে গ্রেফতার না করা হয়। তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, শুধুমাত্র তাদেরই গ্রেফতার করা হবে।”