মিয়ানমারের রাখাইনের অস্থিরতায় বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর বিজিপি ও সেনার ১২৩ সদস্যকে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। এদের বিনিময়ে দেশটির বিভিন্ন কারাগারে বন্দি থাকা ৮৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আতাউল গণি ওসমানী।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মিয়ানমারের জলসীমা থেকে দেশ বেসরকারি একটি জাহাজে করে ৮৫ বাংলাদেশি কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার (বিআইডব্লিউটিএ) ঘাটে ফিরে এসেছেন। এরপর বেলা সাড়ে ১১ টার পর হস্তান্তর প্রক্রিয়া শেষে একই জাহাজযোগে মিয়ানমারের বিজিপি-সেনা সদস্যদের’কে ফেরত পাঠানো হয়। তাদের মিয়ানমারের জলসীমায় অবস্থান করা দেশটির জাহাজে ফেরত পাঠানো হয়েছে।
এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুহাম্মদ আতাউল গণি ওসমানী জানান, আজ সকাল সকাল সাড়ে ৮টার দিকে কঠোর নিরাপত্তায় মিয়ানমারের বিজিপি-সেনার ১২৩ সদস্যকে বাসযোগে নিয়ে আসা হয় শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাটে। এসময় এই ঘাটটিতে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। এরপর বেলা ১১ টা ৪৫ মিনিটের দিকে মিয়ানমার থেকে কারাভোগ শেষে ফেরা বাংলাদেশিদের তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।