রাজধানীর মিরপুরে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন দেয় পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে মিরপুরের ১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, আজ সকালে মিরপুরের ১৪ নম্বরের কচুক্ষেত রোডে বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামে ডাইনা গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় আন্দোলনকারী শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইট-পাটেল নিক্ষেপ করে। এরপর তারা সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এসময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
মিরপুরে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন বিষয়টি নিশ্চিত করে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আজ সকাল থেকে আমরা রাস্তায় ছিলাম। পোশাক শ্রমিকরা কচুক্ষেত এলকায় আন্দোলন করছিল হঠাৎ করে আন্দোলনরতরা পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা আমাদের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।