রাজশাহীর চারঘাটে বাড়ির দেয়ালে মৃত্যুর জন্য প্রস্তুত হও, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ফা-আরদ্বীন রহমানকে (১৮) হত্যার হুমকি দেওয়া হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার সরদহ ইউনিয়নের পশ্চিম বালিয়াডাঙা এলাকার নিজ বাড়ির দেয়ালে সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হও, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লিখনের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। এতে ফা-আরদ্বীন রহমান ও তার পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
ফা-আরদ্বীন রহমান রাজশাহীর চারঘাট উপজেলার বালিয়াডাঙা এলাকার মো: বজলুর রহমানের ছেলে। তিনি খুলনার সিটি পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চারঘাট উপজেলার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সমন্বয়ক ফ-আরদ্বীন রহমান বলেন, গতকাল রাত ১০টার দিকে বাজার থেকে বাবার সঙ্গে বাসায় ফিরে এসে বাড়ির দেয়ালে লেখাটি দেখতে পাই। এদিন বিকালে এই লেখাটি দেয়ালে ছিল না। গত বছরের ১৮ জুলাই পুলিশের হাতে আটক হন তিনি। এরপর থানা ও হাজতখানায় দফায় দফায় নির্যাতনের শিকার হন তিনি। এখনো ঠিক মতো হাটতে পারেন না তিনি। এরই মধ্যে বাড়ির দেয়ালে লিখনের মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। অধিকাংশ সময় তার বাবা-মা বাড়িতে একাই থাকেন। তাদের নিরাপত্তার কথা ভেবে আতঙ্কে রয়েছে। বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের চারঘাট উপজেলা শাখার প্রতিনিধি হিসেবে কাজ শুরু করায় আমাকে এই হুমকি দিতেই পরিকল্পিতভাবে এই কাজটি করা হয়েছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, এই ঘটনায় সমন্বয়ক ফা-আরদ্বীন রহমান লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।