৪ দফা দাবি আদায়ে সচিবালয় অভিমুখে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের লং মার্চ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে সাংবাদিকসহ অন্তত ১৮ শিক্ষার্থী আহত হয়েছেন।
রবিবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে লাঠিচার্জের ঘটনার পর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়।
![](https://onnetion.com/storage/2025/02/ম্যাটস-শিক্ষার্থীদের-ওপর-পুলিশের-লাঠিচার্জ-সাংবাদিকসহ-আহত-১৮-1-1024x686.jpg)
আহতরা হলেন, নওগাঁ ম্যাটসের মেহরাব (২০) শ্যামলী ম্যাটসের জাহিদুল হাসান (২৬), প্রাইম ম্যাটসের এরশাদুল হক (৩০), মো: সোহাগ (২২), আমানুল্লাহ (২০), এনামুল(২২), আসিবুল(২৩), ট্রমা ম্যাটসের সায়মা (২১), সুমাইয়া খাতুন (২০), তাহমিনা আক্তার তমা (২০), বরিশাল জমজম ম্যাটসের মো: রাসেল (২৩),রায়হান গাজী (২১),গাজীপুর ম্যাটসের শিহাব (২০) কুষ্টিয়া ম্যাটসের আরাফাত (২১), জাহিদ হাসান (২১) টাঙ্গাইল সোহরাব উদ্দিন ম্যাটসের মো: নাঈম (২৫), বাগেরহাট ম্যাটসের সায়েম (২০) ও ব্রেকিং নিউজের স্টাফ রিপোর্টার আনোয়ারুল ইসলাম শিমুল (২৮)।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সচিবালয়ের সামনে থেকে আহত অবস্থায় ১৮ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়েছে।বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
এদিকে, আজ বিকাল ৪টার দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে সচিবালয় অভিমুখে ‘লং মার্চ’ শুরু করেন ম্যাটস শিক্ষার্থীরা। এ সময় তাদের কর্মসূচিতে বাধা দিতে চাইলে পুলিশের সঙ্গে ম্যাটস শিক্ষার্থীদের ধাক্কাধাক্কি হয়। পরে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে ‘লং মার্চ’ শুরু করেন তারা। এ সময় শিক্ষার্থীদের মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অন্তত ১৮ শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর আগে, বিকাল সাড়ে তিনটার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠকে বসে ম্যাটস শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ে আপনাদের প্রতিনিধি দলের বৈঠকের পরও সচিবালয় অভিমুখে লং মার্চ কেন করছেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আন্দলনরত ম্যাটস শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, আমাদের শাহবাগে বসিয়ে রেখে মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করলে হবে না। বৈঠক আমাদেরকে নিয়ে করতে হবে।