যশোরে হত্যাসহ ২৪টি মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী কাজী রাকিব ওরফে ‘ভাইপো রাকিব’কে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে শহরের বেজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রাকিব শংকরপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় বেড়ে ওঠা রাকিব একসময় অপরাধের সাম্রাজ্য গড়ে তোলেন। যারই সমর্থন পেতেন, তার পক্ষেই নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন তিনি। পুলিশের হাতে একাধিকবার গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে ফের অপরাধের জগতে ফিরে যান।
সম্প্রতি প্রতিপক্ষের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন রাকিব। এই ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তবে শেষ পর্যন্ত ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার হলেন যশোরের এই কুখ্যাত সন্ত্রাসী।
যশোর ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঁইয়া জানান, ‘ভাইপো রাকিব যশোরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৪টি হত্যা, ৭টি অস্ত্র, ৪টি বিস্ফোরক ও চাঁদাবাজিসহ মোট ২৪টি মামলা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। ২০১৫ সালের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করলে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে বলেও জানান তিনি।