শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

অন্বেষণ ডেস্ক :

যশোরে নিখোঁজের ২ দিন পর রিকশা চালকের মরদেহ উদ্ধার

বিশেষ সংবাদ

যশোরে নিখোঁজের ২ দিন পর রিকশা চালক মো: বাদশা মোল্লার (৬৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে যশোর থেকে মাগুরাগামী মহাসড়কের সার গোডাউনের পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাদশা মোল্লা শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকার মৃত মো: মজিত মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১৮ ফেব্রুয়ারি) প্রতিদিনের মতো রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন বাদশা মোল্লা। এরপরে আর বাড়ি ফিরে আসেনি তিনি। একপর্যায়ে বাদশা মোল্লার স্বজনরা থানায় অভিযোগ করেন।

সোমবার গাজীর দরগাহ এলাকা থেকে তার রিকশাটি উদ্ধার করে পুলিশ। বাদশা মোল্লাকে আর পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে যশোর থেকে মাগুরাগামী মহাসড়কের সার গোডাউনের পাশে থেকে বাদশা মোল্লার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

যশোরে নিখোঁজের ২ দিন পর রিকশা চালকের মরদেহ উদ্ধারের বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত রিকশা চালক বাদশা মোল্লার মরদেহ উদ্ধার করেছে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত আছে পুলিশ তা খতিয়ে দেখছে। হত্যাকারীদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম অভিযানে রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ