যশোরের মণিরামপুরে একটি প্রাচীন কৃষ্ণমূর্তি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬) মার্চ মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বারপাড়া গ্রামের কুণ্ডুপাড়ায় মুরগির খামারে কাজ করতে গিয়ে মো: বাবুল হোসেন নামের একজন শ্রমিক কৃষ্ণমূর্তিটি খুঁজে পান। পরে সোমবার (১৮ মার্চ) সকালে বিষয়টি এলাকায় জানাজানি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বারপাড়া গ্রামের কল্যাণ কুণ্ডুর পুত্র কংকন কুণ্ডু স্থানীয় মুক্তেশ্বরী নদীতে এক্সকাভেটর দিয়ে ১টি পুকুর খনন করেছেন। খনন করা সেই মাটি নিয়ে তিনি পাশেই ঘাসফড়িং অ্যাগ্রো নামের একটি মুরগির খামার করছেন। খামারে মাটি সমান করতে গিয়ে কৃষ্ণমূর্তিটির সন্ধান পান বাবুল হোসেন নামের একজন শ্রমিক।
বাবুল হোসেন বলেন, শুক্রবার (মার্চ) রাতে বৃষ্টি হওয়ার করণে মূর্তির ওপর থেকে মাটি সরে যায়। পরে শনিবার সকাল ১০টার দিকে খামারটিতে মাটি সমান করতে গিয়ে প্রথমে মূর্তিটির কালো হাত দেখতে পান। এরপর মাটি সরিয়ে মূর্তিটি বের করেন তিনি। পরে রবিবার (১৭ মার্চ) বিষয়টি যশোরের জেলা প্রশাসককে জানানো হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের নির্দেশে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করেন।
যশোরের মণিরামপুরে একটি প্রাচীন কৃষ্ণমূর্তি উদ্ধারের বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মেহেদী মাসুদ জানান, পুরনো আমলের কৃষ্ণমূর্তি উদ্ধারের বিষয়টি শুনেছি, যা উদ্ধার করে সরাসরি জেলা প্রশাসক মহোদয়ের নিকট জমা দেওয়া হয়েছে।
মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আলী হাসান জানান, কৃষ্ণমূর্তিটি কষ্টিপাথরের কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এ মূর্তির প্রত্নতাত্ত্বিক ভ্যালু রয়েছে। জেলা প্রশাসক মূর্তিটিরর বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছেন। পরবর্তীতে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।