যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নাদিহা আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রী ও শেখ রেহানা শোক প্রকাশ করেছেন। সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপ ও নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: নূর আলীর মেয়ে নাদিহা আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
গত বুধবার (৬ ডিসেম্বর) শিকাগো বিমানবন্দরের কাছে এক ভয়াবহ দুর্ঘটনায় তিনি মারা যান। মৃত্যুকালে নাদিহা আলীর বয়স হয়েছিল ৩৭ বছর। মোছা: নাদিহা আলী মো: নূর আলী ও সেলিনা আলী দম্পতির দ্বিতীয় কন্যা।
এদিকে, যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নাদিহা আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা। গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের শিকাগোতে অবস্থান করা মো: নূর আলীর ফোনে কথা হয়। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটকন্যা শেখ রেহানাও ফোনে মোহা: নূর আলীর সঙ্গে কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নাদিহা আলীর অকাল মৃত্যুতে সন্তানহারা মোহা: নূর আলীকে সান্ত্বনা ও সমবেদনা জানান। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং নাদিহা আলীর পরিবারের সদস্য যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন সেই কামনা করেন।