গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি ট্রাকের ভেতর থেকে ৩০ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল ও ওই ট্রাকটি জব্দসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৩। শুক্রবার (৩০ আগস্ট) গভীর রাতে উপজেলার মহাসড়কের মোড়ের ফ্লাইওভারের পূর্বপাশ থেকে তাদের আটক করা হয়।
শনিবার (৩১ আগস্ট) দুপুরে র্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালকের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসপি) সালমান নুর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।
আটককৃতরা হলো, নড়াইল সদর উপজেলার ভদ্রবেলা গ্রামের মো: হারুন অর রশিদের ছেলে মো: নাহিদ মিয়া (২৭), যশোরের অভয়নগর উপজেলার সময়েল্লেম তলা গ্রামের মো: নজরুল ইসলাম মোল্লার ছেলে আব্বাস মোল্লা (২৫) ও মো: মকবুল বিশ্বাসের ছেলে মো: নাজমুল বিশ্বাস (২৬)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি টিম গোবিন্দগঞ্জ মোড়ের ফ্লাইওভারের পূর্বপাশে অভিযান চালায়।
এ সময় রংপুর-ঢাকা মহাসড়কের একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। ট্রাকে থাকা ৩০ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ ওই ট্রাকটি জব্দ করা হয়। একইসঙ্গে ওই ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গোবিন্দগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ৩ যুবককে আটকে বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসপি) সালমান নুর আলম জানান, আটককৃত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারে সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা আছে বলে জানান এ কর্মকর্তা।