রাজধানীতে আবারও সুন্নতে খতনা করাতে গিয়ে মো: আহনাফ তাহমিন আয়হাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুর পরিবারের অভিযোগ, অ্যানেস্থেসিয়া দেওয়ার পর শিশু তাহমিনের আর ঘুম ভাঙেনি।
শিশুর পরিবার বলছে ভুল চিকিৎসায় মারা গেছে আয়হাম। এ ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে গ্রেফতার করতে পারলেও অপারেশনের পররেই পালিয়েছে একজন।
জানা গেছে, শিশু আহনাফ তাহমিন আয়হাম মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৪র্থ শ্রেণির ছাত্র ছিলো। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর রাজধানীর মালিবাগের জেএস হাসপাতালে ১০ বছর বয়সী ছেলে তাহমিনকে সুন্নতে খতনা করতে নিয়ে আসেন তার বাবা মো: ফখরুল আলম।
স্বজনদের অভিযোগ, হাসপাতালে আসার পরই সেখানকার পরিচালক ডা. এস এম মো: মুক্তাদিরের নির্দেশে শিশু তাহমিনকে অপারেশন থিয়েটারে নিয়ে যান হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মো: ইশতিয়াক আজাদ এবং ডা. মো: মাহাবুব।
শিশুর পরিবার বলেন, লোকাল অ্যানেস্থেসিয়া না দিয়ে মাত্রাতিরিক্ত জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্যই শিশু তাহমিনের মৃত্যু হয়েছে।
জেএস হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশু তাহমিনের রোগ সম্পর্কে স্বজনরা ডাক্তারদের না জানানোয় ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় তার মৃত্যু হয়।
হাসপাতাল পরিচালক ডা. এস এম মো: মুক্তাদির বলেন, শিশু তাহমিনের ওজন বেশি ছিল। তার বয়সও ১০ বছর পেরিয়ে গেছে। শিশুটির ফুসফুসেরও সমস্যা ছিল। কিন্তু এসব বিষয়ে পরিবার ডাক্তারদের বলেন নি।
রাজধানীতে আবারও সুন্নতে খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যুর বিষয়ে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: রুহুল আমিন বলেন, হট্টগোলের খবর পেয়েই হাসপাতালে উপস্থিত হন তারা। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।