রাজধানীতে খতনা করাতে গিয়ে ৫ বছরের শিশু আয়ানের মৃত্যু হয়েছে। রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা ৫ বছরের শিশু আয়ান মারা গেছে।
রবিবার (০৭ জানুয়ারি) রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সোমবার (০৮ জানুয়ারি) আয়ানের বাবা মো: শামীম আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, টানা ৭ দিন লাইফ সাপোর্টে ছিলো আয়ান। চিকিৎসকদের গাফিলতির কারণে আয়ানের মৃত্যু হয়েছে বলে দায়ী করেন তার বাবা শামীম আহমেদ।
তিনি আরও জানান, এতদিন হাসপাতালের চিকিৎসকরা আয়ানের মৃত্যুর বিষয়টি নিয়ে টালবাহানা করছিল। শেষে নির্বাচনের দিনকে টার্গেট করা হয়, যাতে গণমাধ্যমে এ বিষয়টি কম প্রচার হয়। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন মৃত আয়ানের বাবা শামীম আহমেদ।
জানা যায়, গত ৩১ ডিসেম্বর রাজধানীতে সুন্নতে খতনা করাতে আয়ানকে সাঁতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় অভিভাবকরা। সেখানে অভিভাবকদের বিনা অনুমতিতে আয়ানকে ফুল অ্যানেস্থেশিয়া (জেনারেল) দিয়ে সুন্নতে খতনা করান কর্তব্যরত চিকিৎসক। খতনা শেষে আয়ানের জ্ঞান না ফিরলে তাকে সেখান থেকে গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়।
আয়ানতে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে (শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র) লাইফ সাপোর্টে রাখা হয়। এর ৭ দিন পর গত সোমবার রাতে চিকিৎসকরা আয়ানকে মৃত ঘোষণা করেন।
গুলশান ইউনাইটেড হাসপাতালের নন-মেডিকেল ডিউটি ম্যানেজার মো: সানাউল্লাহ কবির জানান, প্রশাসন থেকে শুরু করে সকল ব্যবস্থপানা পুরো প্রক্রিয়াতেই দু’টি প্রতিষ্ঠান আলাদা।
এ ঘটনার তদন্ত করতে ৪টি সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ১০ কার্যদিবসের মধ্যেই এ তদন্তের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে।