বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

অন্বেষণ ডেস্ক :

রাজবাড়ীতে স্বামীকে রড দিয়ে পিটিয়ে হত্যার মামলায় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

বিশেষ সংবাদ

রাজবাড়ীতে স্বামীকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি সাহিদা বেগম (৫৭) আদালতিই উপস্থিত ছিলেন। তিনি বালিয়াকান্দি উপজেলার বংকু এলাকার মৃত আশরাফ সানার স্ত্রী।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১২ সালের (৪ ডিসেম্বর) সাহিদা বেগমের কাছে টাকা চেয়ে ঝগড়া করতে থাকেন স্বামী আশরাফ। একপর্যায়ে ঘর থেকে লোহার রড নিয়ে এসে সাহিদা বেগমকে মারতে যান আশরাফ হোসেন। তখন সাহিদা বেগম লোহার রডটি আশরাফের কাছ থেকে কেড়ে নিয়ে সেই রোড দিয়েই স্বামীর মাথায় আঘাত করেন। রডের আঘাতে আশরাফ চিৎকার করতে থাকলেও সাহিদা বেগম গিয়ে আবারও মাথায় রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এতে ঘটনাস্থলেই আশরাফ হোসেন মারা যান।

এই দিন সাহিদা বেগমের বড় মেয়ে আফরোজা বেগম বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মায়ের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তাকে আটক করে পুলিশ। ৯ মাস সাজাভোগ করার পর জামিনে ছিলেন সাহিদা। রায় দেয়ার সময় আদালতে উপস্থিত হলে আদালত সাহিদা বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজবাড়ীতে স্বামীকে রড দিয়ে পিটিয়ে হত্যার মামলায় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড, এ বিষয়ে রাজবাড়ী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ জানান, আদালত রায় দেয়ার সময় জ্যেষ্ঠ বিচারক জাকিয়া পারভীন বলেছেন সাহিদা বেগম যে অপরাধ করেছেন এজন্য তার মৃত্যুদণ্ড হয়। কিন্তু আসামির বয়স বিবেচনা করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার

অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ...

গান বাংলা টিভি চ্যানেলের চেয়ারম্যান তাপস গ্রেপ্তার

গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (০৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের গান বাংলা টেলিভিশনের...

জনপ্রিয়

অপরাধ

সুযোগ হলে শেখ হাসিনার পক্ষে লড়াই করবো: আইনজীবী পান্না

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চান আইনজীবী জেড আই খান পান্না। এ বিষয়ে তিনি বলেন, যদি সুযোগ হয় আমি শেখ...

সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

রাজধানীর বিভিন্ন সড়ক আটকে অটোরিকশা চালকদের অবরোধ, রেল চলাচল বন্ধ

রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা...