বগুড়ায় পুলিশের হস্তক্ষেপে ছত্রভঙ্গ হয়েছে বিএনপির মিছিল। বগুড়া সদর উপজেলায় অবরোধের সমর্থনে বিএনপির মিছিলের সময় ৭ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। বুধবার সকাল ৮ টার দিকে মাটিডালি বিমান মোড়ে ঘটনাটি ঘটে। ওই সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে বিএনপির নেতাকর্মীরা।
অবরোধের সমর্থনে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাদেরকে লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে৷ এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো : আলী আজগর তালুকদার হেনার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের আরেকটি অংশ শহরের তিনমাথায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে৷ অবরোধকারীদের একটু দূরেই র্যাব ও-পুলিশ বিজিবি অবস্থান করে।
বিএনপির মিছিলে বগুড়ায় পুলিশের হস্তক্ষেপে ‘র বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো : স্নিগ্ধ আখতার বলেন, জনগণের নিরাপত্তায় পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করেছে। পরিস্থিতি বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদের উপর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো : নূর আলম সিদ্দিকী রিগ্যান বলেন, আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান নিয়েছি। কেউ বাধা দিলে আমরা প্রতিহত করবো।