বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

বগুড়ার শেরপুরে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে সড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের কাজে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকাল থেকেই উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে এ চিত্র দেখা গেছে। স্বপ্রণোদিত হয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের এমন উদ্যোগের প্রশংসা করে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা গেছে, শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনট মোড়, হাসপাতাল রোড, পুরাতন বাসস্ট্যান্ড (ফলপট্টি), পুরাতন বাসস্ট্যান্ড (টাউন কলোনী), উপজেলা পরিষদ রোড ও কলেজ রোড এলাকাসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থী তীব্র রোদের মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন।

বগুড়ার শেরপুরে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের কাজে দায়িত্বে থাকা রাডার সাইন্স একাডেমি এন্ড স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী শামিম রেজা জানান, উত্তরবঙ্গগামী সব যানবাহন শেরপুর উপজেলার উপর দিয়েই যাতায়াত করে।

আমরা চেষ্টা করছি এখানে যেন কোনো ক্রমেই যানযটের সৃষ্টি না হয়। এছাড়াও, উল্টো পথে যারা যানবাহন চালিয়ে আসছেন আমরা তাদেরকে সতর্ক করে দিচ্ছি। পাশাপাশি মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারের জন্য অনুরোধ করছি।

রাস্তায় চলাফেরা করা পথচারীরা জানান, চলমান পরিস্থিতির কারণে শেরপুর শহরের কোনো স্থানেই পুলিশ বিভাগ এবং ট্রাফিক বিভাগের সদস্যদের দেখা যায়নি। এ উপজেলার শিক্ষার্থীদের প্রচেষ্টায়, এখন পর্যন্ত কোনো যানজট দেখা যাচ্ছে না। শিক্ষার্থীদের এমন উদ্যোগে আমরা অনেক আনন্দিত।

শেরপুর আলীয়া কামিল মাদ্রাসার ইংরেজী প্রভাষক মো: আজাদুল ইসলাম আজাদ জানান, ৪৮, ৫২, ৬৯ ও ৭১ সালেও তরুণ ও শিক্ষার্থীরা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছিলো। শেরপুর উপজেলার তরুণেরাও যেভাবে রাস্তায় নেমে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন, এ যেন এক অন্যরকম বাংলাদেশ। যে বাংলাদেশের প্রত্যাশা আমরা সর্বক্ষণ করি। তাদের মুখের দিকে তাকালে আমি আগামীর বাংলাদেশ দেখছি। এক সমৃদ্ধির বাংলাদেশ দেখছি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার

অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ...

গান বাংলা টিভি চ্যানেলের চেয়ারম্যান তাপস গ্রেপ্তার

গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (০৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের গান বাংলা টেলিভিশনের...

জনপ্রিয়

অপরাধ

সুযোগ হলে শেখ হাসিনার পক্ষে লড়াই করবো: আইনজীবী পান্না

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চান আইনজীবী জেড আই খান পান্না। এ বিষয়ে তিনি বলেন, যদি সুযোগ হয় আমি শেখ...

সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

রাজধানীর বিভিন্ন সড়ক আটকে অটোরিকশা চালকদের অবরোধ, রেল চলাচল বন্ধ

রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা...