রাজশাহীতে বাসচাপায় মারিয়া আক্তার যুথি (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নগরের ভদ্রা মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত মারিয়া আক্তার যুথি রাজশাহী শহরের মেহেরচণ্ডী এলাকার মো: হাসান মোল্লার মেয়ে।
জানা গেছে, আজ দুপুরের দিকে নগরীর ভদ্রা মোড়ে একটি ব্যাটারিচালিত রিকশা থেকে যাত্রী নামার ওই রিশকাকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এ সময় মায়ের কোল থেকে শিশু মারিয়া সড়কে ছিটকে পড়লে ওই বাসটি তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে চালক বাসটি নিয়ে পালিয়ে যায় চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে ওই সড়কের বেশকয়েকটি বাস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ ও সেনাবাহিনীর সদসরা দু’জনকে আটক করেন।
রাজশাহীতে বাসচাপায় মায়ের সামনেই মেয়ের মৃত্যু বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, এ ঘটনায় ইতিমধ্যে দুর্ঘটনাকবলিথ বাসটি জব্দ করা হয়েছে। গাড়িটির চালক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।