রাবিতে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১২ জন শ্রমিক আহত হয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন ১০ তলাবিশিষ্ট শহীদ এ এইচ এম কামরুজ্জামান হলের ছাদ ধসে পড়েছে। এতে ১২ জনেরও বেশি শ্রমিক আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আটতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠিয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে জানা আহত ৩ জন হলেন, চাপাইনবাবগঞ্জের মো: সিফাত (২২), রাজশাহী গোদাগাড়ির মো: শিহাব (২৫) ও গাইবান্ধার মো: আজাদুল (৩৫)। তাদেরকে রাজশাহী মেডিকে কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের ৮, ২৫ ও ৩১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
কর্মচারীদের থেকে জানা গেছে, ২০২২ সালের জানুয়ারি মাসে এই ভবনের কাজ শুরু হয়। ভবনের কাজ প্রায় শেষের মধ্যে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) হলের উত্তর-পূর্ব পাশের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ করে এ ছাদ ধসে পড়ে।
রাবিতে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ার বিষয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো: ওহিদুল ইসলাম জানান, শহীদ এ এইচ এম কামরুজ্জামান হলের নির্মাণাধীন একটি অংশ ভেঙে পড়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। এছাড়া আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। আর কেউ ধ্বংস স্তুপের মধ্যে চাপা পড়েছেন কি না তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান চলছে।