লক্ষ্মীপুর সদরে পুকুরের পানিতে ডুবে মো: ওমর (৫) ও নাফিজা মোবারক মাদিহা (৮) নামে স্কুল পড়ুয়া দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ মে) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের কামালপুর গ্রামে এ হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। এক সঙ্গে ২ সন্তানকে হারিয়ে মা-বাবাসহ স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় মুর্ছা যাচ্ছেন নিহত শিশুদের মা।
নিহত শিশু নাফিজা স্থানীয় ফাতেমা আইডিয়াল স্কুলের ১ম শ্রেণির ছাত্রী এবং ওমর প্লে শাখার ছাত্র। তারা লক্ষ্মীপুর সদরে কামালপুর গ্রামের ব্যবসায়ী রাজু আহমেদের সন্তান।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির পাশের পুকুর ঘাটে গেলে পা পিছলে শিশু ওমর পানিতে পড়ে যায়। এ সময় ভাইকে বাঁচানোর জন্য নাফিজাও পানিতে ঝাঁপ দেয়। এতে দুজনেই পানিতে ডুবে যায়। পরে ওমর ও নাফিজাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাদের ২ জনকে মৃত ঘোষণা করেন।
ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো: খুরশিদ আলম জানান, ঘটনাটি মর্মান্তিক। একসঙ্গে ২টি সন্তানের মৃত্যু খুব বেদনাদায়ক। নিহত শিশুদের মা-বাবাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছি না।