২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যার বিচারের দাবিতে পটুয়াখালীতে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
সোমবার (২৮ অক্টোবর) বিকালে পটুয়াখালী শহরের শহীদ মিনার চত্বর থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিছিটি শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ করেন জামায়াতের নেতাকর্মীরা।
পটুয়াখালী পৌর জামায়াতে ইসলামাীর আমির মাওলানা মো: আবুল বাশারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মো: শাহ আলম।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টেবর রাজধানীর পল্টনে আমাদের নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল। অবিলম্বে সেই হত্যার বিচার করতে হবে। দলটির নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডের মূলহোতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি জানান।
প্রসঙ্গ, গত ১৮ বছর আগে আজকের এই দিনে রাজপথে লগি-বৈঠা দিয়ে জামায়াতের ৬নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। যা নিয়ে নিন্দার ঝড় উঠে দেশে-বিদেশে। লগি-বৈঠা নিয়ে ঝাপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগের শীর্ষ নেতারা।